Let's Stop Child Marriage

বাল্যবিবাহ প্রতিরোধ

প্রয়োজনীয় তথ্য এখন হাতের নাগালে
মোবাইল ফোনের মাধ্যমে বয়স যাচাই ও বিবাহ নিবন্ধন প্রকল্রের শুভ উদ্ভোধন ১৯ এপ্রিল ২০১৭মে্যের বয়স ১৮ আর ছেলের বয়স ২১ আজ, যাচাই শেষে করুন বিয়ে নিবন্ধনের কাজ' আগামী ১৯ এপ্রিল ২০১৭ সকাল ১০ঃ০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্রের শুভ উদ্ভোধন হতে যাচ্ছে। উদ্ভোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দাইত্তে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এমপি। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রকল্রভুক্ত উপজেলার মেয়র, উপজেলা পরিষদ চেয়াম্যান, উপজেলা নিরবাহী অফিসার, জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার, উপপরিচালক, যুব উন্নয়ন/ইসলামিক ফাউন্ডেশন, মহিলা বিষয়ক করমকরতা, মুসলিম/হিন্দু বিবাহ নিবন্ধকসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।